বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

১১ দফা দাবি বাস্তবায়নে  নরসিংদীতে  পুলিশ সদস্যদের কর্মবিরতি 

নরসিংদী প্রতিনিধি

১১ দফা দাবি বাস্তবায়নে  নরসিংদীতে  পুলিশ সদস্যদের কর্মবিরতি 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  ১১ দফা দাবিতে কর্মবিরতিও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা  পুলিশের  অধস্তন পুলিশ সদস্যরা। (৮ আগস্ট) বৃহস্পতিবার বিকালে নরসিংদীর  পুলিশ লাইন্সে এ অনশন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভরত পুলিশ সদস্যরা বলেন- স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে এই পুলিশ দেশ গঠন ও আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিন্তু কতিপয় সুবিধাভোগী ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বৈরাচারী মনোভাব ও কার্যক্রমের কারণে দেশে পুলিশের ভাবমূর্তি অপূরণীয়ভাবে ক্ষুণ্ন হয়।

 কর্মসূচিতে ১১ দফা দাবির বিষয়ে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে  জানিয়েছেন  নরসিংদীর পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল ই খুদা( প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি  শামসুল আরেফিনসহ  জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে বাধ্য না করা, বেশি ডিউটি করলে ওভার ডিউটির সুবিধা প্রদান, শুক্রবার-শনিবার সহ সব সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান, দেশের স্বার্থে ছুটি কাটাতে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসাবে আর্থিক সুবিধা প্রদান, সোর্স মানি প্রদান, ঝুঁকিভাতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশদানে সংবিধান ও জনগণের মনের কাঙ্ক্ষিত বিষয়কে প্রাধান্য দেওয়া, পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করা।

নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, পদোন্নতির পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা, বদলির ক্ষেত্রে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা, পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা। কর্মসূচিতে কনস্টেবল থেকে পরিদর্শক পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ